নারী সাংবাদিকের নামে কৎসা, শ্রীঘরে বিশ্ববিদ্যালছাত্র

০২ জুলাই ২০২১


বগুড়া প্রতিনিধি
বগুড়ায় এক নারী সাংবাদিকের নামে ভূয়া ই-মেইলের মাধ্যমে কুৎসা রটনোর অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মির্জা শামীম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে একটি ডেক্সটপ কম্পিউটার মনিটরসহ জব্দ করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল ২১১/বি উলন, পশ্চিম রামপুরার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মির্জা শামীম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের মির্জা সেলিম রেজার ছেলে ও বিশ্ববিদ্যালয়টির ইএমবিএ’র অষ্টম সেমিষ্টারের ছাত্র।

শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনাটি ঘটেছিল গত জুন মাসে। ই-মেইলের বিষয়টি জানতে পেরে ঘটনাটি ২৫ জুন বগুড়ার পুলিশ সুপারকে জানান ভুক্তভোগী। পরবর্তীতে এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তখনও অজানা ছিল ই-মেইলদাতার পরিচয়। মামলার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ইউনিটের এক্সপার্ট টিম ২৪ ঘন্টার মধ্যে ই-মেইলদাতার পরিচয় নিশ্চিত হন। এরপরই তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর