ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

০৩ জুলাই ২০২১

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রাদুর্ভাব রোধে ১৪ জুলাই থেকে বিদেশি ভ্রমণকারীদের আগমনের কোটা প্রায় ৫০ শতাংশ হ্রাস করার ঘোষণা দেন। আগামী বছর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানান তিনি।

মরিসন বলেন, জুলাইয়ের মাঝামাঝি ভ্রমণকারীদের সংখ্যা প্রায় ৩ হাজার করা হবে। প্রাইভেট প্রত্যাবাসন ফ্লাইট বাড়াবে।

দেশটিতে বর্তমানে ‘জিরো কোভিড’ কৌশলের অধীনে প্রতি সপ্তাহে বিদেশি বাণিজ্যিক ফ্লাইটে ৬ হাজার লোককে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়।আগমনকারীদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়।

বিবিসি


মন্তব্য
জেলার খবর