ডায়ানার ভাস্কর্য উন্মোচন

০৩ জুলাই ২০২১

প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেস। প্রাসাদটির নতুন নকশা করা সানকেন বাগানে প্রিন্সেস ডায়ানার ৬০তম জন্মদিন উপলক্ষে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্যটি উন্মোচন করেন ডায়ানার দুই সন্তান প্রিন্স উইলিয়াম ও হ্যারি।

প্রিন্সেস ডায়ানার যে ভাস্কর্য উন্মোচিত হলো সেখানে প্রতিফলন ঘটেছে তার সেবাধর্মিতার। মায়ের স্মরণে দুই ভাই বলেন, ‘তার ভালোবাসা, শক্তি, বৈশিষ্ট্য আমাদের মনে আছে। নিজের গুণাবলী দিয়ে তিনি বিশ্বজুড়ে কল্যাণের শক্তিতে পরিণত হয়েছিলেন। অগণিত মানুষের জীবন বদলে দিয়েছিলেন তিনি। প্রতিদিনই আমাদের মনে হয় তিনি এখনও আমাদের সঙ্গে আছেন’।

মায়ের মূর্তিটি তার জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন উইলিয়াম ও হ্যারি। এ সময় আগত অতিথিদেরও ধন্যবাদ জানান তারা।

রয়টার্স ও ডেইলি মেইল


মন্তব্য
জেলার খবর