মন্তব্য
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেছেন, 'আমরা মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি।'
তিনি আরও বলেন, 'মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গণগ্রেপ্তারসহ মানুষকে ভয় দেখানোর কর্মকাণ্ড নিয়ে আমরা এখনও গভীরভাবে উদ্বিগ্ন।'
ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দিনই আটক করা হয়। মিয়ানমারে সু চিসহ বেশ কয়েকজন রাজনীতিকেরও বিচার চলছে।
বিবিসি ও আল-জাজিরা