মন্তব্য
জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভ্যাকসিন করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে অন্তত আট মাস প্রতিরোধ গড়তে পারে। ফলে জনসনের ভ্যাকসিন নিলে একটি ডোজেই আট মাস ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাওয়া যাবে।
জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল হেড জন ভ্যান হফ বলেন, এখন বুস্টার ডোজের দরকার নেই। আমাদের ভ্যাকসিন বিভিন্ন স্ট্রেনকে প্রতিরোধ করতে সক্ষম। আমাদের প্রথম ডোজটি ২৯ দিনের মধ্যে ডেল্টা ভ্যারিয়ান্টকে পরাজিত করতে পারবে।
দ্য ওয়াল