মন্তব্য
কানাডার ১৫৪তম জন্মদিন বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল কানাডা ডে এর কেক কাটা, ফায়ারওয়ার্কস, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, সঙ্গীতানুষ্ঠান এবং আলোচনা সভা।
দিনটি উপলক্ষে কানাডার ক্যালগেরির স্থানীয় জেনেসিস সেন্টার, প্রেইরি উন্ডসপার্ক, রকিভিউ অ্যালায়েন্স, ডাউন টাউনসহ ক্যালগ্যারির বিভিন্ন স্থানে বছর প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে।
দিবসটি উপলক্ষে পৃথক পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আলবার্টা প্রিমিয়ার জেসন কেনী।