আফগান সরকারের হাতে বাগরাম ঘাঁটি

০৩ জুলাই ২০২১

বাগরাম ঘাঁটিটি এবার আফগান সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হচ্ছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সব সদস্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে গেছে।

কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে এই ঘাঁটি অবস্থিত। এখান থেকেই আফগানিস্তানে সকল বিমান হামলা ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করতে মার্কিন সামরিক বাহিনী।

প্রায় দুই দশক পর আফগানিস্তানে নিজেদের প্রধান সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাদের বিদায়ের মাধ্যমে আফগানিস্তানে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাগরাম ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগতও জানিয়েছে তালেবান।

রয়টার্স ও বিবিসি


মন্তব্য
জেলার খবর