২৪ ঘণ্টায় ১৩২ প্রাণহানি

০৩ জুলাই ২০২১

দেশে  গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  ১৩২ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত বলে  শনাক্ত হয়েছেন আট হাজার ৪৮৩ জন। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন চার হাজার ৫০৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন  আট লাখ ২৫ হাজার ৪২২ জন।  নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৪।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ৩৮৫টি, পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২টি।  শনাক্তের হার ২৮ দশমিক ২৭। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮১ জন আর নারী ৫১ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ২৪ জন করে, খুলনায় ৩৫ জন, বরিশাল ও সিলেটে দুই জন করে, রংপুরে নয় জন আর ময়মনসিংহে  ছয় জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন আর বাড়িতে ১৩ জন মারা গেছেন ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর