মন্তব্য
দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাইলে আন্দোলনের বিকল্প কিছু নেই বলেই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন।
দেশের মানুষকে বাঁচাতে তরুণদের জেগে ওঠার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ আন্দোলন কোনো ব্যক্তি ও দলের জন্য নয়। এ আন্দোলন দেশের মানুষের জন্য, জাতির জন্যে। তিনি বলেন, জাতির সব অর্জন হরণ ও লুট করে নেয়া হয়েছে। সেটা ফিরিয়ে আনতে হবে।
মুক্তিযুদ্ধকালে দুই সন্তানসহ খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি হওয়ার দিনটি পালন উপলক্ষে এ ভার্চুয়াল আলোচনা হয়। আয়োজন করে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।
এমকে