বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে ৭ করোনা রোগী মারা গেছেন। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে অক্সিজেনের অভাবে মারা যাওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেননি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুজ্জামান সঞ্চয়। বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী ১৩ ঘণ্টায় মারা যান এ ৭ রোগী। এ ছাড়া অক্সিজেন স্যাচুরেশন ৮৭’র নিচে থাকা ১০ রোগীর অবস্থাও সঙ্কটাপন্ন। হাসপাতালটিতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সংকট রয়েছে।
মারা যাওয়া ৭ জন হলেন-বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার আলী জাহিদ, শিবগঞ্জের মীরা বেগম ও আবদুল হান্নান, সারিয়াকান্দির টুকু মণ্ডল, পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবির রাবেয়া বেগম, নওগাঁর বদলগাছির আবদুল মতিন চৌধুরী ও সিরাজগঞ্জ সদরের লিলি চৌধুরী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুজ্জামান সঞ্চয় জানান, মৃতরা সবাই বয়োবৃদ্ধ, ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন। সংকটাপন্ন অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল। হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সংকট থাকলেও একজন রোগী প্রতি মিনিটে ১৫ লিটার অক্সিজেন পাচ্ছেন।
এমকে