গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন সাড়ে তিন হাজার কোটিরও বেশি টাকা বেড়েছে।লকডাউনের কারণে শেষ কার্যদিবস বুধবার মূল্য সূচকের বড় উত্থান ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি এর কারণ। এ নিয়ে টানা দুই সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটির বেশি টাকা।
এ সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি টাকা।আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি টাকা। তার আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ২ হাজার ৫০৪ কোটি টাকা। গত সপ্তাহজুড়ে তিন সূচকের মধ্যে প্রধানটি ডিএসইএক্স ৫৭ দশমিক ৬৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৮৫ পয়েন্ট ও ডিএসই শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৯০ পয়েন্ট বেড়েছে। শেয়ারে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত রয়েছে বাকি ১৭টির। প্রতি কার্যদিবসে গড় লেনদেন ছিল ১ হাজার ৪০৬ কোটি ১৬ লাখ টাকা। মোট লেনদেন হয় ৫ হাজার ২৪ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৩ হাজার ৮৯৯ কোটি ৬৩ লাখ টাকা।
এমকে