পাবনায় সংক্রমণ ছড়াচ্ছে গ্রামে, হার ১৭

০৩ জুলাই ২০২১

পাবনা প্রতিনিধি

করোনার সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে পাবনার শহর থেকে অজপাড়া গাঁয়ে। প্রতিদিনই আক্রান্তের নতুন রের্কডে ভয়াবহ করে তুলছে জেলার করোনা পরিস্থিতিকে। জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঈশ্বরদীতে, ১৮৪ জন। এছাড়া পাবনা সদরে ৩১ জন, আটঘরিয়ায় ১ জন, চাটমোহরে ৩ জন ভাঙ্গুড়ায় ৬ জন, ফরিদপুরে ২ জন সাথিয়ায় ৭ জন, বেড়ায় ৬ জন ও সুজানগরে ৪ জন আক্রান্ত হয়েছেন। জেলায় সংক্রমনের হার বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৭। স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের চরম উদাসীনতায় সংক্রমণ বাড়ছে।

এদিকে লকডাউনে শহরের প্রাণকেন্দ্র জনশূন্য হলেও শহরের বেশিরভাগ এলাকার রাস্তার অলিগলিতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। লকডাউনে দোকান, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকায় জটলা পাকিয়ে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে মানুষ। শহরের চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা আরো উদ্বেগজনক। গ্রামের বেশিরভাগ মানুষই সচেতন নয় এবং স্বাস্থ্যবিধিতে চরম অনীহা বেশ লক্ষণীয়। তাদের মধ্যে মাস্ক পড়ার প্রবণতাটাও কম। তারা একসাথে চায়ের দোকানে গাদাগাদি করে আড্ডা দিচ্ছেন। ছোট বাজার ও দোকানগুলোতে বাজার-সদাই কেনা-বেচায় ভীড় করছেন। পাবনা শহরের আশেপাশে গ্রামগুলোতে ছোট-বড় কয়েকটি ঔষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক ঠান্ডা,সর্দিকাশি, জ্বরের ঔষুধ প্যারাসিটামল ও নাপার প্রচুর চাহিদা বেড়েছে। অনেকের মাঝে করোনার সবগুলো উপসর্গ থাকলেও সাধারণ ঠান্ডা জ্বর ভেবে করোনা শনাক্তকরণ ও চিকিৎসা থেকে বিরত রয়েছে।

কানু সান্যাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর