অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার আত্মহত্যা

০৩ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধ

অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ভোলার লালমোহনে রাজিয়া বেগম (২০) নামের এক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে নিজের বাড়িতে বিষপান করেন তিনি।রাজিয়া বেগম উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জিএম বাজার এলাকার ইউসুফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষপানের পরে স্বজনেরা তাকে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয় চিকিৎসক। রাজিয়া বেগমের সাথে পাশ্ববর্তী এলাকার এক সেনা সদস্যের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি পরিবারে পক্ষ থেকে রাজিয়া বেগমের অন্যত্র বিয়ে ঠিক করা হয়।

লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই তার ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর