লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন

০৭ ফেব্রুয়ারী ২০২২

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রোববার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের। ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এসময় লতা মঙ্গেশকরের মুখাগ্নি করেন তার ভাই হৃদয়নাথ।

 

এদিন শিবাজি পার্কে এ ভারতরত্নকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাঁকুরের মতো বিশিষ্ট রাজনীতিবিদরা। শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতার, শ্রদ্ধা কাপুরদের মতো বিভিন্ন ক্ষেত্রের তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাজারও সাধারণ মানুষ।

 

উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য, লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

 

১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। সঙ্গীতে অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সংগীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর