নারী সেনাদের হাই হিল প্যারেড

০৪ জুলাই ২০২১

ইউক্রেনে নারী সেনাদের আর্মি বুটের বদলে হাই হিল পরিয়ে এক প্যারেডের পরিকল্পনা করা হয়েছে। 

আগামী মাসে অনুষ্ঠিতব্য এই প্যারেডের সমালোচনা করে দেশটির বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য আইরিনা গেরাশেঙ্কো বলেছেন, এটি সমতা নয়, যৌনতা।

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে লড়াই করেছেন ১৩ হাজার ৫০০ জনের বেশি নারী। দেশটির সশস্ত্রবাহিনীতে ৩১ হাজারের বেশি নারী রয়েছেন। এদের মধ্যে ৪ হাজার জন কর্মকর্তা।

বিবিসি 


মন্তব্য
জেলার খবর