পাবনায় ৭৭ কেজি গাঁজা ও ট্রাকসহ আটক-২

০৪ জুলাই ২০২১

পাবনা প্রতিনিধি

পাবনায় ৭৭ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। শহরের অদূরে গাছপাড়া নামক এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়। এ গাঁজার বাজার মূল্যে ২৫ লাখ টাকা বলে দাবি করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এ তথ্য জানান।

আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী গোরুক মন্ডপ নাওডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে মিজানুর রহমান ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিচু কলোনী এলাকার শেখ শহিদের ছেলে জয়নাল আবেদীন।

আমিনুল কবীর তরফদার জানান, র‌্যাবের একটি দল পাবনা-ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া এলাকায় চেকপোষ্ট বসায়। সেখানে ট্রাকটিতে তল্লাশিকালে পাওয়া গাঁজাসহ তাদের আটক করা হয়।তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গাঁজা কেনা-বেচা করে আসছিল। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে পাবনা থানায় মামলা করেছে।

কানু সান্যাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর