মন্তব্য
ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার কোম্পানি বাগ অঞ্চলে গাছপালা নিয়ে গবেষণা চলে হর্টিকালচার অ্যান্ড স্টাডিং হার্টে। এই গবেষণা কেন্দ্রে একটি গাছে ১২১ প্রজাতির আম ফলানো সম্ভব হয়েছে গ্রাফ্টিংয়ের দ্বারা।
আম গাছটিতে রয়েছে- দশেরি, ল্যাংড়া, চৌসা, রামকেলা, আম্রপালি, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর রাজীবের মতো আম!
এ ছাড়া রয়েছে- লখনৌ সফেদা, টমি অ্যাট কিংস, পুসা সৌর, সেনসেশন, রাতাউল, কলমি মালদা ম্যাঙ্গো, বোম্বে, স্মিথ, ম্যাগনিফেরা জালোনি, গোলা বুলন্দশহর, লারাঙ্কু, এলআর স্পেশাল, আলামপুর বেনিশা, আসোজিয়া দেওব্যান্ডের মতো আমও।
আনন্দবাজার পত্রিকা