তাপমাত্রার রেকর্ড ভাঙল কুয়েত

০৪ জুলাই ২০২১

কুয়েতের উত্তরাঞ্চলীয় শহর আল জাহরার তাপমাত্রা শনিবার ৫৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা চলতি বছরে গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

নরওয়েজিয়ান পর্যবেক্ষক সংস্থা টাইম অ্যান্ড ডেটের হিসাবে, গত ৫ জুন কুয়েত এবং দোহা ছিল পৃথিবীর উষ্ণতম রাজধানী। সেদিন এ দুটি শহরের তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছেছিল।

বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার এর আগের রেকর্ডটিও ছিল কুয়েতের। গত ২২ জুন দেশটির নুওয়াইসিব শহরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৫৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আল জাজিরা ও গালফ নিউজ


মন্তব্য
জেলার খবর