২৪ ঘণ্টায় প্রাণহানি ১৩৪

০৪ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪ জন করোনা রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছে  ছয় হাজার ২১৪ জন। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন তিন হাজার ৭৭৭ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে নয় লাখ ৩৬ হাজার ২৫৬ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৯১২ জন। করোনামুক্ত হয়েছেন আট লাখ ২৯ হাজার ১৯৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি।শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ ।

গত ২৪ ঘণ্টায়  নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭০৩টি, পরীক্ষা হয়েছে ২২ হাজার ৬৮৭টি।  শনাক্তের হার ২৭ দশমিক ৩৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮৪ জন আর নারী ৫০ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৩৮ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে তিনজন, সিলেটে একজন, রংপুরে ১৫ জন আর ময়মনসিংহের চারজন। সরকারি হাসপাতালে ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন আর বাড়িতে সাতজন মারা গেছেন ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর