বিএনপির আন্দোলনের ভাবনা অদূরদর্শী

০৪ জুলাই ২০২১

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিএনপির আন্দোলনের ভাবনাটাকে অদূরদর্শী হিসেবেই দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বোঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে তারা । শনিবার রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। শুক্রবার এক অনুষ্ঠানে তরুণ সমাজকে আহবান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প  কিছু নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের অধিকার হরণ করেই বিএনপি ক্ষমতায় ছিল তারা নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়।  দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক এগারো ঘটানোর রঙিন খোয়াব তাদের দুঃস্বপ্ন মাত্র। তিনি বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল। এখন হারানো ক্ষমতা ফিরে পেতে  মরিয়া হয়ে অন্ধকারের অলিগলি পথে হাঁটছে।

বিএনপির কাজ সরকার এবং দেশের অর্জনকে বিতর্কিত করা, ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে জুড়ি নেই তাদের । কিন্তু তারা যত অপপ্রচারই করুক না কেন, জনগণ সুবিবেচক, তারা সহজে বিভ্রান্ত হয় না-যোগ করেন ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর