মন্তব্য
২ জুন শুরু হওয়া জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ৩ জুলাই (শনিবার) শেষ হয়েছে। এ অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
৩০ জুন পাস হওয়া বাজেটটির আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এর আগে ৩ জুন বাজেটটি প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সম্পূরকসহ মূল বাজেটের ওপর ছয় দিনে ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়। মোট ৮৫ জন সংসদ সদস্য বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। আলোচনায় স্বাস্থ্য সেবা, সরকারের আমলা নির্ভরতার সমালোচনা করেন বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের বেশ কয়েক জন সংসদ সদস্য।
এমকে