বিয়ের অনুষ্ঠান পণ্ড: যুবদল নেতা গ্রেফতার‍

০৪ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামের মনসুরাবাদ এলাকার খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মহানগর যুবদলের সহসভাপতি মিয়া মো. হারুন খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিনদিন পর শনিবার ডবলমুরিং থানায় মামলা হওয়ার পর রাতেই তাকে গ্রেফতার করা হয়। স্কুলে ভাতিজির বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়ার জের ধরে প্রধান শিক্ষককে প্রাননাশের হুমকি দেয়া হয়। করোনার সংক্রমণ রোধে আরোপিত সীমিত বিধিনিষেধের কারণে এ অনুষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন। মামলাটি করেন ভুক্তভোগী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।

পুলিশ জানিয়েছে, ২৫ জুন বিয়ের অনুষ্ঠানটি ছিল হারুন খানের ভাই ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. একরাম মিয়ার মেয়ের। বিয়ে পণ্ড হওয়ায় শিক্ষকদের স্কুলে আসতে নিষেধ করেন আসামিরা। এ ব্যাপারে শিক্ষা বোর্ডে অভিযোগ করলে ৩০ জুন ঘটনার তদন্তে স্কুলে যান পাঁচলাইশ থানা শিক্ষা অফিসারের নেতৃত্বাধীন একটি তদন্ত দল। এ সময় প্রধান শিক্ষকসহ আরো কয়েকজন শিক্ষকও আসেন। তাদের আসতে দেখেই স্কুলে প্রবেশ করেন মো. হারুন খান ও তার ভাই জানে আলমসহ অন্যরা। তারা প্রধান শিক্ষকের রুমে ঢুকেই অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে টেবিল থাপড়ে প্রধান শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন, স্কুলের সভাপতিও তাকে 'বাঁচাতে পারবে না' উল্লেখ করে হত্যার হুমকি দেন। এরপর মামলাটি করা হয়।

মামলার বাকি আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর