বিধিনিষেধ উপেক্ষিতের হাটে হাজার-হাজার মানুষের সমাগম!

০৪ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার আরোপিত চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) উপেক্ষা করে ভোলার শশীভূষণ সদর বাজারে কোরবানির পশুর হাট বসে রোববার। হাটে হাজার-হাজার মানুষের সমাগম ঘটে। সেখানে মানা হয়নি না করোনা সম্পর্কিত কোনো স্বাস্থ্যবিধি।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই হাজারেরও বেশি গরু-ছাগল ওঠে পশুরহাটে। গাদাগাদি করেই অবস্থান করে ক্রেতা-বিক্রেতারা। অধিকাংশ হাটুরের মুখে ছিল না মাস্ক। ভিড় ছিল তরকারি, মাছ-মাংস ও হাসঁ, মুরগী বাজারগুলোতেও।

হাটে আগত আসাদ নামের এক কৃষক বলেন, সারা বছর গরু লালন-পালন করেছি কোরবানের ঈদে বিক্রি করে বাড়তি আয়ের জন্য। এখন যদি বিক্রি করতে না পারি, তবে সংসার চলবে কি করে। আমাদের সংসার চলে কৃষিকাজ ও গরু-ছাগল লালন-পালন করে। ফারুখ নামের এক যুবক জানান, সকাল থেকে বৃষ্টি ছিল। দুপুরের পর বৃষ্টি কমলে হাটে গিয়ে দেখি ব্যাপক সমাগম। তা প্রায় ৪/৫ হাজারের মতো মানুষ। তাই হাটে গিয়ে বাজার-সদাই করেছি। তবে ভয় লেগেছে একটাই, আমাদের মুখে মাস্ক থাকলেও হাটে আসা প্রায় ৯০ ভাগ মানুষের মুখে কোনো মাস্ক ছিল না। এদিকে বাজারে হাট বসানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের একাধিক ব্যবসায়ী। সেই সঙ্গে হাটে স্বাস্থ্যবিধি না মানার পেছনে প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন তারা।

শশীভূষণ পশুরহাটের ইজারাদার কামাল হোসেন জানান, গরুর হাট বসা না বসার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়নি। তাই পশুর হাট বসেছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে হাট বসানো যাবে না। সবাইকে সচেতন করতে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে কেন এমন হলো আমি খবর নিচ্ছি।


কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর