বিধিনিষেধ অমান্যে ৬৫ জনের জরিমানা, ৪ জনের কারাদণ্ড

০৪ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি

চলমান কঠোর বিধিনিষেধ ও করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে বাড়ির বাইরে বের হওয়ার দায়ে ভোলায় ৬৫ জনকে জরিমানা ও চার জনকে তিনদিন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কঠোর লকডাউনের চতুর্থ দিন রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ শাস্তি দেয়া হয়। এ নিয়ে ৪ দিনে ৬৫৯ জনের জরিমানা এবং ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হলো জেলায়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


চতুর্থ দিনে জেলার ৫ উপজেলায় ৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে ভোলা সদরে ৩২ জনকে ৪০ হাজার ৪ শ’ টাকা এবং ৪ জনকে তিনদিন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আর দৌলতখানে ৫ জনকে ২ হাজার ৩শ’ টাকা, লালমোহনে ৪ জন ৮শ’ টাকা, তজুমদ্দিনে ৭ জনকে ১৭ শ’ টাকা ও চরফ্যাশনে ১৩ জনকে ২৩ হাজার টাকা জরিমান করা হয়।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর