স্বয়ংক্রিয় মেশিনে ছাদ পরিষ্কার

০৫ জুলাই ২০২১

হজের প্রস্তুতি হিসেবে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে কাবা শরীফের ছাদ পরিষ্কার করা হয়েছে। মাত্র ২০ মিনিট সময়েই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এই কাজে অংশ নিয়েছেন  শতাধিক সৌদি স্বেচ্ছাসেবী ও হারামাইন প্রশাসনের কর্মকর্তারা।

এবারের হজে রোবটই- হাজিদের ফতোয়া ও দিক নির্দেশনা দেবে। হাজিদের উদ্দেশ্যে ইলেকট্রনিক কুরআন পাঠ করে শোনাবে। সব হাজি যাতে সময়মতো তাদের হজের বিভিন্ন ইবাদত সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য দিনরাত নির্দেশনা দিবে। হজ শেষে হাজিদের নিরাপদে দেশে ফিরতে সঠিক যাতায়াত নির্দেশনা দেবে।

জিয়ো নিউজ

 


মন্তব্য
জেলার খবর