মন্তব্য
মা-বাবা দু’জনকেই হারিয়ে অনাথ হয়ে পড়া ১০০ জনকে দত্তক নেয়ার অঙ্গীকার করেছেন ২৬ বছর বয়সী ভারতীয় যুবক জয় শর্মা।
ইতোমধ্যে দত্তক নেয়া এমন ২০ জনের খাওয়া-দাওয়া, জামাকাপড়, পড়াশোনা, ওষুধসহ যাবতীয় ভার বহন করছেন তিনি।
আগামী সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা ৫০-এ নিয়ে যাবেন। তারপর ধীরে ধীরে ১০০ জনকে দত্তক নেবেন।
আনন্দবাজার