মন্তব্য
পর্তুগালে লিসবনসহ সব মিলিয়ে ৪৫টি শহরে সান্ধ্যকালীন কারফিউ জারি করা হয়েছে। তরুণ এবং যুবকদের মধ্যে ইংল্যান্ডের ডেল্টা ভ্যারিয়েন্টের উচ্চ সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই নতুন নির্দেশনা গত ২ জুলাই থেকে কার্যকরও হয়েছে।
বর্তমানে প্রায় ৪৫টি মিউনিসিপ্যালে করোনা পরিস্থিতিতে মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ মিউনিসিপ্যাল রয়েছে ২৬টা এবং খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ মিউনিসিপ্যাল হলো ১৯টা।
www.fijitimes.com
www.portugalresident.com
africa.cgtn.com