ভয়াবহ দাবানলে পুড়ছে সাইপ্রাস

০৫ জুলাই ২০২১

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে সাইপ্রাস। আগুন নিয়ন্ত্রণে আনতে  কয়েকটি দেশ সাইপ্রাসে পাঠিয়েছে অগ্নিনির্বাপণ বিমান। সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে গ্রিস, ইতালি এবং ইসরাইল। আর আগুন নেভানোর কাজে নেমে পড়েছে দ্বীপটিতে থাকা ব্রিটিশ সেনারা।

তীব্র বাতাসে আরও ছড়িয়ে পড়ছে দেশটির লিমোসল জেলায় শুরু হওয়া এ দাবানল।  আগুন যাতে আরও ছড়িয়ে যেতে না পারে তারই চেষ্টা চলছে এখন।

সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও সবচেয়ে ধ্বংসাত্মক এই দাবানলে চারজন নিহত হয়েছেন। ট্রুডোস পর্বতমালায় অগ্নিনির্বাপক হিসেবে মোতায়েন করা হয়েছে কয়েক শত দমকলকর্মী এবং অগ্নিনির্বাপক বিমান।

বিবিসি ও আলজাজিরা


মন্তব্য
জেলার খবর