গত একযুগে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ম্যাজিকের মতো বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। আশাবাদ ব্যক্ত করেছেন, চলতি বছরের মধ্যেই এ আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে। রোববার (৯ জানুয়ারি) বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন। রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ওয়াসা।
মন্ত্রী বলেন, এ আয় বৃদ্ধির কারণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। ২০০৯ সালে তার সরকার ক্ষমতায় আসার পর আয় ছিল ৭০০ ডলার নিচে। কিন্তু এক যুগে সেটা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫ শো ৫৪ ডলারে।
পানির সুবিধা প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সারা দেশের মানুষের পানির চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। ঢাকাবাসীকে গুণগত মানসম্পন্ন পানি সরবরাহে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ চলছে। পানি সরবরাহের জন্য পুরোনো এবং অধিকাংশ অনুপোযোগী হয়ে পড়া পাইপলাইনগুলো পরিবর্তন করে উন্নতমানের পাইপ বসানো হচ্ছে। মন্ত্রী ওয়াসাতে আসা অনেক অভিযোগ আমলে নিয়ে তা সমাধানে আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন এ সময় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ওয়াসার বিল কালেকশনে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠান থেকে ৩৪ টি ব্যাংক এবং তিনটি মোবাইল ব্যাংককে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়।
এমকে