ট্রাকে নিত্যপণ্য বিক্রি শুরু করছে টিসিবি

০৫ জুলাই ২০২১

আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে নির্দিষ্ট নিত্যপণ্য পুনরায় বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি। করোনা উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে এসব নিত্যপণ্য করা হবে।বিক্রি কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত।রোববার টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ূন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ূন কবির জানান, এ কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত, রাজধানী ঢাকায় বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে এ ট্রাকে চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন ভর্তুকি মূল্যে ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে গেলা ৬ জুন শুরু হওয়া এ কার্যক্রম ১৭ জুন পর্যন্ত চালিয়েছিল টিসিবি।

 

এমকে


মন্তব্য
জেলার খবর