জুনে দূষণ কমেছে ঢাকার বাতাসে

০৫ জুলাই ২০২১

করোনার কারণে কমেছে মানুষ চলাচল ও কাজের পরিমাণ। এ দুয়ের সঙ্গে বৃষ্টির কারণে জুন মাসে বাতাসের মানমাত্রা একদিনও ১৫০ একিউআই ক্রস করেনি। ফলে বায়ু দূষণের তালিকায় গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শীর্ষ অবস্থানে থাকা ঢাকা জুনে নেমে এসেছে ৪৬ নম্বরে। রোববার এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’। এয়ার ভিজ্যুয়াল’র বায়ুমান সূচক (একিউআই) ইনডেক্সে সবার ওপরে আছে পেরুর লিমা শহর, মানমাত্রা ১৭৯।

বায়ুদূষণ বিশেষজ্ঞদের মতে, সারা বছরের তুলনায় জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- চার মাস বাতাসের মান অনেক ভাল থাকে ঢাকায়। এ সময়ে বায়ু দূষণ হয় বছরের মাত্র ১৫ ভাগ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে দূষণ ঘটে বছরের ৬৫ ভাগ। ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে দূষণের মাত্রা বাড়ে। এর মধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা (পিএম ২.৫) কে ঢাকায় দূষণের জন্য বেশি দায়ী করা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর