মন্তব্য
ভোলা প্রতিনিধি:
সরকার আরোপিত চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন)’র ৫ দিনে ভোলায় মোট ৮২৬ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিধিনিষেধ ও করোনার স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা কারণে বাড়ির বাইরে ঘোরাঘুরি করার দায়ে এ দণ্ড দেয়া হয়। দণ্ডিতদের মধ্যে ৮০৯ জনকে ৭ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা জরিমানা এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদনণ্ড দেয়া হয়।
এদিকে জেলা শহরসহ উপজেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ব্যাটালিয়ন সদস্যদের অভিযান ও টহল অব্যাহত রয়েছে। গত ৫ দিনেও সড়কে চলেনি কোনো গণপরিবহন। তবে কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে ও অটোবোরাক ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
কামরুজ্জামান শাহীন/এমকে