কাতারে টিকাদানে ব্যাপক অগ্রগতি

০৬ জুলাই ২০২১

কাতারে জাতীয় কোভিড–১৯ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ৩২ লাখ ৪৯ হাজার ২৬৫ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ২২ হাজার ৯৭৭ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

এরই মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের ৯৭ দশমিক ৬ শতাংশ লোক কমপক্ষে একটি করে ডোজ পেয়েছেন। আর তাঁদের মধ্যে ৯২ দশমিক ৫ শতাংশ পেয়েছেন দুটি করে ডোজ। 

কাতারের জনসংখ্যার প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের বেশি অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। এ ছাড়া ৬৪ দশমিক ২ শতাংশ লোক পেয়েছেন দুটি করে ডোজ। 

পেনিনসুলা কাতার


মন্তব্য
জেলার খবর