মন্তব্য
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রাশমিকার ছবি ভেসে ওঠে।
স্ক্রিনে তাঁর অনবদ্য উপস্থিতি। তাঁর হাসি অসম্ভব মিষ্টি। হাসিতে নাকি জাদু আছে! আর ভুবনভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম।
তামিল, তেলুগু, কন্নড় ছবির ভুবনে রীতিমতো রাজরানি এই রাশমিকা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ছাড়িয়ে গেছে ১৫ মিলিয়ন। এখন পর্যন্ত ১২টির মতো ছবি মুক্তি পেয়েছে।