কেক ছুড়ে বাঁচালেন প্রাণ!

০৬ জুলাই ২০২১

ভারতের ভোপালের গোরাগিয়া গ্রামের বাসিন্দা সাব্বির ও ফিরোজ জনন্মদিনের কেক আনতে মোটরবাইকে করে নেপানগরে যান। ফেরার পথে আখ খেত থেকে বেরিয়ে হঠাৎ করে ফিরোজ-সাবিরকে লক্ষ্য করে ঝাঁপ মারে একটি চিতাবাঘ।

প্রাণ বাঁচাতে বাইকের গতি বাড়ালে গাড়ির পিছনে ধাওয়া করে চিতাবাঘটি। তাদেরকে লক্ষ্য করে চলন্ত বাইকের দিকে ঝাঁপ দেয় চিতাবাঘ। এরপরই বুদ্ধি করে চিতাটিকে লক্ষ্য করে দুই পাউন্ডের কেক ছুড়ে মারেন সাবির।

সেই সময় কয়েক মুহূর্তের জন্য কিছুটা দ্বিধান্বিত হয়ে বাঘটি পিছু হটে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এলাকা ছেড়ে দ্রুত পালায় দুই ভাই। প্রাণে বেঁচে যান তারা।

সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর