দরকার ঐক্য

০৬ জুলাই ২০২১

প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, লম্বা হচ্ছে লাশের মিছিল। করোনা উদ্ভূত এমন পরিস্থিতি সামাল দিতে সারাদেশে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ (লকডাউন)। তারপরও থেমে নেই করোনার তাণ্ডব। লকডাউনের মধ্যেও প্রায় প্রতিদিনই আগের রেকর্ড টপকাচ্ছে মৃত্যুর সংখ্যা।করোনাকে রুখতে লকডাউনের বাইরে এখন যেটা বেশি জরুরি, সেটা ঐক্য। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি ও আরোপিত বিধিনিষেধ প্রতিপালনে সবার ঐক্যে দূর্বল হয়ে যেতে পারে শক্তিশালী করোনা। আর ঐক্যের প্রয়োজনীয় অনুভব করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। সোমবার একটা বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এ ঐক্য কথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের মধ্যে ঐক্য দরকার। এ যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। চোখের সামনে আমাদের প্রিয়জনকে আমরা হারাতে দেখছি। অনেক মানুষ আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কিন্তু বিষয়গুলো উপলব্ধি করার সময়। ১৪ তারিখ পর্যন্ত বিধিনিষেধে সবার উচিত আন্তরিকভাবে সহযোগিতা করা।’

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন করোনা রোগী মারা গেছেন দেশে, একক দিনের হিসেবে সংখ্যায় এটাই সর্বোচ্চ মৃত্যু। একই দিনে করোনায় শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জনের। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩০। এখন পর্যন্ত দেশে ১৫ হাজার ২২৯ জন করোনা রোগী মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা থেকে নিজেকে ও পাশের জনকে নিরাপদে রাখতে বাড়ির বাইরে মুখে মাস্ক পরিধান ও করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরাবরই তাগিদ দিয়ে আসছে স্বাস্থ্য অধিদফতর।

এমকে


মন্তব্য
জেলার খবর