তথ্য গোপন করে ৩ বিয়ে

০৬ জুলাই ২০২১

তথ্য গোপন করে ৩ বন্ধুকে বিয়ে করায় বাহরাইনের এক নারীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং জরিমানা করেছেন দেশটির আদালত।

বিবাহ বিচ্ছেদ ছাড়াই একই সময়ে ৩ বিয়ে করার অপরাধে দণ্ডিত হয়েছেন ৩০ বছর বয়সী ওই নারী। ৩ বিয়ের দেনমোহরের প্রায় ১২ লাখ টাকা ওই নারী আত্মসাৎ করেছেন।

বাহরাইনের বাসিন্দা ওই নারী তার ৩ বন্ধুকেই জানান যে তিনি অবিবাহিত। পরে একে একে ৩ বন্ধুই তাকে অবিবাহিত মনে করে বিয়ে করেন। 

গালফ নিউজ 

 


মন্তব্য
জেলার খবর