তাজিকিস্তানে পালালো আফগান সেনারা

০৬ জুলাই ২০২১

তালেবানের সঙ্গে লড়াই-সংঘর্ষে টিকতে না পেরে ১ হাজার ৩৭ আফগান সেনা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। ৩ জুলাই একদিনেই আশ্রয় নিয়েছে আফগান বাহিনীর তিন শতাধিক সদস্য।

আফগান সেনারা সাতটি পথ দিয়ে সীমান্ত অতিক্রম করেছে। মানবতা এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে তাদের প্রবেশের সুযোগ দিয়েছে তাজিকিস্তান। সীমান্ত পেরিয়ে তাজিকিস্তান ছাড়া অন্যদেশে আশ্রয় নিয়েছে  প্রায় ৬০০ সেনা।

বিদেশি সেনাদের চলে যাওয়ায় চাঙ্গা তালেবান ইতোমধ্যে ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখল করে নিয়েছেন। তালেবানের দাপট বেড়েই চলছে। একের পর এক জেলা তালেবানের দখলে চলে যাচ্ছে। 

রয়টার্স, আল জাজিরা ও বিবিসি 


মন্তব্য
জেলার খবর