ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র ইতিহাসে রেকর্ড অবস্থানে বাজার মূলধন দাঁড়ায় সোমবার। আগের দিনের চেয়ে ৩ হাজার ১১৬ কোটি ৩৯ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ১৭ হাজার ৩৯৮ কোটি টাকায়।একই দিনে প্রধান সূচক ডিএসইএক্স’র অবস্থান ছিল সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ৬৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ২১৯ দশমিক ৯৪ পয়েন্টে।
লকডাউনের কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস ছিল সোমবার।একই কারণে আগের বুধবার ছিল শেষ কার্যদিবস। এর আগে ২০১৮ সালের ৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল সর্বোচ্চ, ৬ হাজার ২৬৮ পয়েন্ট। সোমবার লেনদেন হয় মোট ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ১১৯টির এবং বাকি ১১টি অপরিবর্তিত ছিল।
লেনদেন হয় এক হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৫৮ লাখ টাকা। ২ লাখ ৪৫ হাজার ৫১১ বার হাতবদল হয় এদিন ৬৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৭১টি শেয়ার । শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান চিত্র ছিল লেনদেনে।
প্রধান সূচকের বাইরে বাকি দুই সূচক ডিএসইএস ১১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৬ দশমিক ৭২ পয়েন্টে ও ১৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ দশমিক ১২ পয়েন্টে স্থির হয় ডিএস৩০। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকে খান বাহাদুর পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমকে