চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরো সাতদিন বাড়ানো হয়েছে, বলবৎ থাকবে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত।বর্ধিত মেয়াদেও আগের নির্দেশনা ও বিধিনিষেধ বলবৎ থাকবে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে করোনার বিস্তার নিয়ন্ত্রণে সাতদিন মেয়াদে এ বিধিনিষেধ আরোপ করে সরকার, শুরু হয় ১ জুলাই।
লকডাউন চলাকালে জরুরি সেবা সংশ্লিষ্টরা, পণ্যবাহী যান ও রিকশা ছাড়া এবং জরুরি প্রয়োজন বাদে কোনোভাবেই কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এদিকে লকডাউন বাস্তবায়নে শুরু থেকেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে, আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। সারা দেশে টহল দিচ্ছেন তারা।চেকপোস্টে বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হলে গ্রেফতার-জরিমানার মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্টজনকে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি জানিয়ে গন্তব্যে যেতে পারছেন।
এমকে