মন্তব্য
পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে লুকাস পাকেতার জয় সূচক একমাত্র গোলটি করেন। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো এ আসরের ফাইনালে উঠে গেল দলটি।
মঙ্গলবার ভোরে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে প্রথমার্ধেই একমাত্র গোলটি করে ব্রাজিল। ম্যাচের ৩৫ মিনিটে গোলটি করেন লুকাস পাকুয়েতা।
ম্যচের পরবর্তী সময়ে কোনো দলই আর কোনো গোল না পাওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।