আগামীকালই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দীর্ঘ ৮ বছর পর দেশটিতে গেল টাইগাররা। সর্বশেষ ২০১৩ সালে দেশটিতে সফরে গিয়েছিল টাইগাররা। সেবার ২টি টেস্ট খেলেছিল মুমিনুলরা। ১-১ এ ড্র করে সিরিজ শেষ করে তারা।
ম্যাচ শুরু হওয়ার আগেই টাইগার শিবিরে ইনজুরি হানা। ইনজুরির কারণে কাল মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ওপেনার তামিম ইকবালের। হাঁটুর ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এমনটাই জানিয়েছেন।
তামিমকে নিয়ে এখনো শঙ্কামুক্ত নন উল্লেখ করে ডোমিঙ্গো জানিয়েছেন, দূর্ভাগ্যবশত তামিম এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। আমরা তার জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো। তবে টেস্টে সে খেলতে পারবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না।