মহামারি শেষ হয়ে যায়নি : মাইক রায়ান

০৭ জুলাই ২০২১

সংক্রমণের নতুন ঢেউ কাছেই চলে আসছে। বিশ্বের অধিকাংশ অঞ্চলে মহামারি কেবল শুরু হয়েছে। মহামারি শেষ হয়ে যায়নি। আমেরিকার দেশগুলোলোতে সপ্তাহে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। ইউরোপের অবস্থাও ভালো না, সেখানে সপ্তাহে পাঁচ লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন। এটি এমন কিছু না, যা চলে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) র জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান ৬ জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মাইক রায়ান বলেন, যেসব দেশ এ ঝুঁকি নিয়েছে, তাড়াহুড়ো করে স্বাভাবিকতায় ফিরে যাওয়ায় তাদের অনেক বড় খেসারত দিতে হতে পারে। খুব তাড়াতাড়ি করোনার বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার ফলাফল হবে মারাত্মক।

আলজাজিরা


মন্তব্য
জেলার খবর