চীন-মার্কিন শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব: কুর্ট ক্যাম্পবেল

০৭ জুলাই ২০২১

চীন-মার্কিন শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। কিন্তু এ ক্ষেত্রে বহু চ্যালেঞ্জ যেমন আছে, তেমনই চীন ক্রমাগত বলপ্রয়োগের পথে চলছে। থিংক ট্যাংক এসিয়া সোসাইটিকে ৬ জুলাই এসব কথা বলেন হোয়াইট হাউসের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক কুর্ট ক্যাম্পবেল। 

তিনি বলেন,  যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হলো এমন একটি কৌশল নির্ধারণ করা, যাতে চীনকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া যায়, কিন্তু বিশ্বের স্থিতিশীল ও শান্তি বজায় রাখার বিরুদ্ধে চলে গেলে যাতে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

নিক্কেই এশিয়া


মন্তব্য
জেলার খবর