যোগ্যদের নাম চাইবে সার্চ কমিটি

০৭ ফেব্রুয়ারী ২০২২

নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশসহ নাম প্রস্তাবের জন্য সিইসিসহ অন্যান্য কমিশনার হওয়ার যোগ্যদের নাম চাওয়া হবে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে। এর বাইরে আগ্রহী কেউ তার সিভি কিংবা আবেদন জমা দিতে পারবেন সার্চ কমিটির কাছে। সার্চ কমিটির সুপারিশসহ প্রস্তাবিত ১০ জনের নাম রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে জনসম্মুখেও প্রকাশ করা হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হয়। বিকালে শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠকটি শেষ হয় রাতে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রথম বৈঠকে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে পরিচয়পর্ব শেষ করেছেন। মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক হবে। তার আগে সিভিল সোসাইটি ও সাংবাদিকদের সঙ্গে বসবে এ কমিটি। তিনি জানান, কোনও রাজনৈতিক দলের সঙ্গে বসা হচ্ছে না। ওয়েবসাইটে তাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে। সেখানে তারা প্রস্তাব পাঠাতে পারবেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২৪ তারিখ পর্যন্ত আরও ১৫টি কার্যদিবস আছে। তার আগেই এটা (নির্বাচন কমিশন) করে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। ৬ সদস্যের কমিটির বাকি সদস্যরা অংশ নেন।

এমকে


মন্তব্য
জেলার খবর