গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।একক দিনের হিসাবে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ।একই সময়ে মারা গেছেন ১৬৩ জন করোনা রোগী।পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের।এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২২।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ৩৯টি, পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। শনাক্তের হার ৩১ দশমিক ৪৬। মারা যাওয়াদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং নারী ৬৫ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৪৫ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ২৪ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ৬ জন, সিলেটে ২ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ৫ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ১২৬ জন, বেসরকারি হাসপাতালে ২৯ জন এবং বাসায় ৫ জন মারা গেছেন । ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়।
এমকে