পুঁজিবাজারে এক ঘণ্টা বাড়ানো হয়েছে লেনদেনের সময়, প্রতি কার্যদিবসে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নতুন সূচি কার্যকর হবে।এ ছাড়া আগামী রোববার লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম। বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলছে লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করা হয়েছে। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। করোনার বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার ব্যাংক বন্ধ থাকার কথাও বলা হয়েছে নির্দেশনায়।
এমকে