বিচার বিভাগের ইতিহাসে নজির সৃষ্টি

০৭ জুলাই ২০২১

ঘরে বসে বিচার বিচারকার্য পরিচালনায় দেশের বিচার বিভাগের ইতিহাসে নজির সৃষ্টি হয়েছে। চলমান লকডাউনে মঙ্গলবার প্রথমবারের মতো ভার্চুয়ালি পূর্ণাঙ্গরূপে এ বিচারকার্য পরিচালনা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, এ বিচারকার্যের মাধ্যমে ২টি ডেথ রেফারেন্স সংক্রান্ত জেল পিটিশন মামলা নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগের বিচারপতিরা,অ্যাটর্নি জেনারেল এবং তার অফিসের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা ও আইনজীবীরা নিজ নিজ বাড়ি থেকে শুনানিতে অংশ নেন।সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং কর্মচারীরাও নিজ নিজ বাড়ি থেকে সংযুক্ত হন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর