মেগাপ্রকল্পের বরাদ্দ কমিয়ে করোনার জন্য অর্থসংস্থানে সরকারকে দেয়া বিএনপির প্রস্তাবকে উদ্ভট ও উদ্দেশ্যমূলক বলেই মনে হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে। বলেছেন, বিএনপি মেগা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেনি বলে এখন মেগা প্রকল্পের বিরোধিতায় নেমেছে।
মঙ্গলবার রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। সম্প্র্রতি বিএনপি নেতারা এ প্রস্তাব দেন। ওবায়দুল কাদের বলেন, করোনার জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। এ ক্ষেত্রে অর্থসংস্থানের কোন ঘাটতি নেই এবং হবেও না।
ওবায়দুল কাদের জানান, দেশের অর্থনৈতিক সক্ষমতা এখন অনেক শক্তিশালী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক সাত আট বিলিয়ন ডলার।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না, তারা তাদের সময়ে উন্নয়নের নামে করেছে লুটপাট। অথচ বর্তমান সরকারের সময করোনাকালেও রপ্তানি আয় বেড়েছে।
এমকে