প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

০৭ জুলাই ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শাহপরান বাজারের ঘাটের পাশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা ।

 

যুক্তরাজ্য প্রবাসীর বেপরোয়া স্পিডবোটের ধাক্কায় ছোট এ নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহপরান বাজারের দক্ষিণ পশ্চিমের রত্না নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

 

ফেরিওয়ালার নাম বদিউজ্জামান (৫৫)। তিনি উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে। নৌকাটি ফেরিওয়ালার নিজের-ই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে শাহপরান বাজারে দিনের বেচাকেনা শেষ করেন তিনি। দুর্ঘটনার সময় গুরুতর আহত হয়ে নৌকাসহ পানিতে তলিয়ে যান। স্পিডবোর্টটি রায় বাঙ্গালী আটপুরিয়া গ্রামের মৃত আরব আলীর ছেলে গোলাম রব্বানীর। এ পেশাতেই সংসার চলতো বদিউজ্জামানের।

 

দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, ময়না তদন্তের জন্য ছুরতহাল রিপোর্ট সংগ্রহের পর প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

মনোয়ার চৌধুরী/এমকে


মন্তব্য
জেলার খবর